দেশের প্রয়োজনে সব সময় অবদান রেখেছে RSS ! বড় মন্তব্য করলেন সৈয়দ নাসেরউদ্দিন চিশতি

কি বললেন সৈয়দ নাসেরউদ্দিন চিশতি ?

author-image
Debjit Biswas
New Update
NASERUDDIN CHISTI

নিজস্ব সংবাদদাতা : আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) সম্পর্কে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সর্বভারতীয় সুফি সজ্জাদানশিন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসেরউদ্দিন চিশতি (Syed Naseruddin Chishty)। তিনি বলেন,''আরএসএস (RSS) এমন এক সংগঠন যা প্রত্যেক যুগেই একটি বড় ভূমিকা পালন করেছে এবং দেশের যখনই প্রয়োজন হয়েছে, তখনই এই সংগঠন একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।''

rss.jpg

সৈয়দ নাসেরউদ্দিন চিশতির এই মন্তব্যটি অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ সুফি সজ্জাদানশিন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি আরএসএস (RSS)-এর দেশ গঠনে এবং প্রয়োজনের সময়ে ভূমিকা পালনের বিষয়টিকে প্রকাশ্যে সমর্থন জানালেন।