‘শিশমহল ২.০’! চণ্ডীগড়ে কেজরিওয়ালের বিলাসবহুল প্রাসাদ? স্বাতী মালিওয়ালের বিস্ফোরক অভিযোগ

স্বাতী মালিওয়াল অভিযোগ করেছেন, দিল্লির ‘শিশমহল’ ছাড়ার পর চণ্ডীগড়ে পাঞ্জাব সরকারের বরাদ্দ বিলাসবহুল দুই একরের প্রাসাদে উঠেছেন অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Tamalika Chakraborty
New Update
aap

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে সরকারি বাংলো নিয়ে বিতর্কের পর এবার চণ্ডীগড়কে ঘিরে নতুন ঝড়। রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল দাবি করেছেন, অন্যত্র সমালোচনার মুখে ‘শিশমহল’ ছাড়তে বাধ্য হওয়ার পরে অরবিন্দ কেজরিওয়াল নাকি পাঞ্জাবে আরও বড় ও ঝাঁ-চকচকে প্রাসাদে উঠে পড়েছেন।

স্বাতীর অভিযোগ, চণ্ডীগড়ের সেক্টর–২–এ দুই একর জমিতে তৈরি এক বিশাল বিলাসবহুল বাড়ি নাকি কেজরিওয়ালের জন্য মেরামত ও সাজিয়ে দেওয়া হয়েছে। তার ভাষায়, “এটা কোনও সাধারণ বাংলো নয়। যেন সাততারা হোটেল! গত এক মাস ধরে পাঞ্জাব সরকার নিজের খরচে বাড়িটা নতুন করে সাজিয়েছে। আর এখন সেখানে থাকছেন কেজরিওয়াল।”

Arvind kejriwal

তিনি প্রশ্ন তুলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী হলেও কেজরিওয়াল বর্তমানে কোনও বিধায়ক নন — “তাহলে তিনি কোন ক্ষমতায় এই বাংলো পেলেন?” তাঁর মন্তব্য, কেউ যখন এই বিষয়টি তুলে ধরে তখন বলা হয় এটি নাকি পাঞ্জাব মুখ্যমন্ত্রীর ‘ক্যাম্প অফিস’। কিন্তু স্বাতীর জিজ্ঞাসা, “যদি সত্যিই ক্যাম্প অফিস হয়, তবে সেটা জনসাধারণের জন্য বন্ধ কেন? দরজায় তালা কেন? আর গত চার বছরে সেখানে কতটি সরকারি বৈঠক হয়েছে, তার হিসেব দিন।”

স্বাতী আরও তির্যক মন্তব্য করেন, “এটি অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত প্রাসাদ। পাঞ্জাবের নাকি এখন নতুন সুপার সিএম—অরবিন্দ কেজরিওয়াল।”

এই অভিযোগ সামনে আসতেই নতুন করে উত্তপ্ত রাজনৈতিক মহল। কেজরিওয়াল বা পাঞ্জাব সরকারের তরফে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।