/anm-bengali/media/media_files/2025/09/14/suspended-ias-officer-2025-09-14-21-42-51.jpg)
নিজস্ব সংবাদদাতা: স্থগিত IAS প্রোবেশনারি অফিসার পূজা খেডকারের পরিবার আবারও বিতর্কে। এ বার তার মা-কে ঘিরে উঠল বড় অভিযোগ। পুলিশ জানিয়েছে, অপহরণ তদন্তের সময় তিনি শুধু বাধা দেননি, বরং খোদ তদন্তকারী অফিসারদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। কারণ, মামলায় অভিযুক্ত একটি গাড়ির হদিশ মেলে সরাসরি খেডকার পরিবারের সঙ্গে যুক্ত।
ঘটনা ঘটেছে ১৩ সেপ্টেম্বর। নবি মুম্বইয়ের বাসিন্দা ২২ বছরের প্রলহাদ কুমার নিজের মিক্সার ট্রাক চালাচ্ছিলেন মুলুন্ড–আইরোলি রোডে। তখন তাঁর ট্রাকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। অভিযোগ, সেই গাড়ির দুই যাত্রী কুমারকে জোর করে নামিয়ে নিজেদের গাড়িতে তোলে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। কুমারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ অপহরণের মামলা দায়ের করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/OZkjBKv8WxF6KaSMZyQr.jpg)
অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর (API) খারাট তদন্তে নেমে গাড়ির সূত্র ধরে পৌঁছে যান পুনেতে, খেডকার পরিবারের চতুরশৃঙ্গির বাড়িতে। ঠিক সেখান থেকেই মেলে সেই গাড়ি। পুলিশি টিম সেখানে গিয়ে অপহৃত ড্রাইভার প্রলহাদ কুমারকে উদ্ধারও করে। কিন্তু এ সময়েই বাধা দেন পূজা খেডকারের মা, পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা ও দুর্ব্যবহার পর্যন্ত করেন বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us