/anm-bengali/media/media_files/2025/09/14/sex-racket-2025-09-14-22-07-44.jpg)
নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সুরাট পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU) এক বড়সড় সাফল্য পায়। শহরের জাহাঙ্গীরপুরা এলাকায় পার্ক প্যাভিলিয়ন হোটেলে চালানো হচ্ছিল হাই-প্রোফাইল সেক্স র্যাকেট। হানা দিয়ে পুলিশ গ্রেফতার করেছে মোট ২২ জনকে। এর মধ্যে রয়েছেন ১৩ জন থাই মহিলাও।
তদন্তে জানা গিয়েছে, এই র্যাকেট নিয়ন্ত্রিত হচ্ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। গ্রাহকদের কাছ থেকে প্রতিবার নেওয়া হত ৩,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। অথচ বিদেশি ওই মহিলাদের হাতে পৌঁছত মাত্র ১,৫০০ টাকা। বাকিটা যেত দালাল এবং র্যাকেট পরিচালকদের পকেটে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
পুলিশ সূত্রে খবর, রবিবার হোটেলের দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। বাধ্য হয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ টিম এবং একে একে উদ্ধার করে সবাইকে।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে আরও কোনও বড় চক্র সক্রিয় আছে কিনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us