/anm-bengali/media/media_files/2025/08/22/street-dog-2025-08-22-12-30-05.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে আজ (শুক্রবার) ঘুরল ভ্রাম্যমাণ কুকুরদের ভাগ্য। আগের বিতর্কিত নির্দেশ পাল্টে দিয়ে শীর্ষ আদালত জানাল, দিল্লি-এনসিআরসহ দেশের যেখানেই ভ্রাম্যমাণ কুকুর ধরা হবে, তাদের টিকা ও ওষুধ দেওয়ার পর আবার সেই একই জায়গায় ছেড়ে দিতে হবে। এই রায় ঘোষণার পর আনন্দে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা।
তবে আদালত স্পষ্ট জানিয়েছে, যেসব কুকুর হিংস্র স্বভাবের বা রেবিসে আক্রান্ত, তাদের সাধারণ এলাকায় ফেরা নয়। তাদের আলাদা আশ্রয়কেন্দ্রে রেখে চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Fp3Z5APb56LKMNccSUwP.jpg)
আজকের এই নির্দেশের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট শুধু দিল্লি নয়, গোটা দেশের জন্য নতুন নীতি তৈরির বার্তা দিয়েছে। আদালত জানিয়েছে, বিস্তারিত শুনানির পর সারা ভারতের জন্য একটি জাতীয় নীতি তৈরি করা হবে।
তিন বিচারপতির বেঞ্চ— বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি অঞ্জারিয়া— আজকের এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। এর আগে ৮ আগস্ট আদালতের নির্দেশে বলা হয়েছিল, ৮ সপ্তাহের মধ্যে এনসিআরের সব ভ্রাম্যমাণ কুকুরকে ধরে বিশেষ আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। আজ সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনা হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us