/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে পরিবেশগত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, যদি অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এমন দিন আসতে পারে—যখন হিমাচল মানচিত্র থেকে ‘হাওয়ায় মিলিয়ে যাবে’। এই কঠোর মন্তব্য আদালত করেছে একটি জনস্বার্থ মামলার শুনানিতে, যেখানে ২০২৫ সালের জুন মাসে জারি হওয়া এক বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকাকে ‘গ্রিন জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শুধুমাত্র রাজস্ব আয় নিয়ে ভাবলে চলবে না, রাজস্ব আদায় কখনোই পরিবেশ ও প্রকৃতির বিনিময়ে করা উচিত নয়। বিচারপতি জে বি পারডিওয়ালা ও আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানান, “জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন চোখে দেখা যাচ্ছে এবং তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে জানাতে চাই—রাজস্ব আয়ের মোহে পড়ে পরিবেশকে ধ্বংস করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/29/himachal-pradesh-mandi-2025-07-29-17-05-10.jpg)
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, “বর্তমানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আশঙ্কা হয়—হিমাচল প্রদেশ যেন একদিন হাওয়ায় মিশে না যায়। ঈশ্বর করুন, এমনটা না-ই হোক।”
উল্লেখ্য, এই মামলায় হিমাচল প্রদেশ হাই কোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে রাজ্য সরকারের পরিবেশ সংক্রান্ত একটি নির্মাণ নিয়ন্ত্রণ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল হাইকোর্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us