“আইআইটি খড়গপুরে কী চলছে?”— ছাত্রদের আত্মহত্যায় বিস্ফোরক প্রশ্ন সুপ্রিম কোর্টের

“আইআইটি খড়গপুরে কী হচ্ছে?”— একের পর এক ছাত্র আত্মহত্যায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, চরম তিরস্কার বিচারপতিদের।

author-image
Tamalika Chakraborty
New Update
Supreme court

নিজস্ব সংবাদদাতা: আইআইটি খড়গপুরে বারবার ছাত্র আত্মহত্যার ঘটনা সামনে আসায় এবার চরম উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পার্ডিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে— “আইআইটি খড়গপুরে কী হচ্ছে? কেন একের পর এক ছাত্র আত্মহত্যা করছে? আপনারা এই বিষয়টি নিয়ে কখনও গভীরভাবে ভেবেছেন কি?”

এই বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে শীর্ষ আদালত। মূলত আইআইটি খড়গপুর এবং উত্তরপ্রদেশের শারদা ইউনিভার্সিটিতে সাম্প্রতিক সময়ে আত্মহত্যার ঘটনা বাড়তে থাকায় আদালত স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে। পূর্ব নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্ট দুই প্রতিষ্ঠানকেই এই বিষয়ে বিস্তারিত জবাবদিহি পেশ করতে বলেছিল।

12

শুনানিতে বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলেন, একের পর এক মেধাবী ছাত্রের আত্মহননের ঘটনা কোনওভাবেই স্বাভাবিক নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভেতরে কী ধরনের মানসিক চাপ, অবহেলা কিংবা গাফিলতি চলছে, তা দ্রুত খতিয়ে দেখতে হবে। আদালত স্পষ্ট করে দেয়, কোনওভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই দায়িত্ব এড়িয়ে যেতে দেওয়া হবে না।

এই পরিস্থিতিতে আদালতের কড়া পর্যবেক্ষণ নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রশাসন ও শিক্ষা মহলকে। প্রশ্ন উঠছে— আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?