New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে শুক্রবার শুনানি ছিল। খুব অল্প সময়ের জন্য ডিএ মামলার শুনানি হয়। সেখানে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, রাজ্য সরকারকে তার কর্মচারিদের বকেয়া ৫০ শতাংশ ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি। তিনি বলেন, বকেয়া ৫০ শতাংশ ডিএ দেওয়া মানে প্রচুর অর্থের প্রয়োজন। এতে রাজ্যের কোমড় ভেঙে যাবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, দ্রুত সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ দিয়ে দেওয়া হোক। ডিএ সংক্রান্ত পরবর্তী শুনানি আগস্ট মাসে।
/anm-bengali/media/media_files/2025/01/31/wNe7d9MckOzr0M2nneQa.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us