“আমাদের মধ্যে ঈশ্বর খুঁজবেন না”— সুপ্রিম কোর্টের এই মন্তব্যে দেশজুড়ে আলোড়ন! কিন্তু কেন এমন বললেন বিচারপতি?

সুপ্রিম কোর্টের বিচারপতির বিস্ফোরক মন্তব্যে দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Supreme court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতে শুনানির সময় এক আবেগঘন মুহূর্তে বিচারপতির মুখে শোনা গেল চমকপ্রদ এক বার্তা। সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ (Justice MM Sundresh) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন— বিচারপতির আসনে ঈশ্বর খোঁজার চেষ্টা করবেন না, ঈশ্বর বাস করেন ন্যায়বিচারে।

ঘটনাটি ঘটে যখন এক আইনজীবী শুনানির সময় আদালতকে উদ্দেশ করে বলেন, “আপনারা আমাদের কাছে ঈশ্বরের মতো।” তখনই বিচারপতি সুন্দরেশ তাঁকে থামিয়ে বলেন, “আমাদের মধ্যে ঈশ্বর খুঁজবেন না, ঈশ্বরকে খুঁজুন ন্যায়বিচারে। আমরা কেবল বিনম্র সেবক।”

এই মন্তব্যের পেছনে ছিল এক গুরুতর অভিযোগ। এক মক্কেল আদালতে একটি নোটিস পাঠিয়ে দাবি করেন, বিচারপতিদের নাকি ঠিক করে দেন আইনজীবীরা। সেই অভিযোগকে ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেন ওই আইনজীবী।

supreme mani.jpg

তবে বিচারপতি সুন্দরেশ তাঁকে আবেগে ভাসতে নিষেধ করে বলেন, “অনুগ্রহ করে আবেগপ্রবণ হবেন না। আমাদের বিচারক হিসেবে এসব কিছুই প্রভাবিত করে না।”

সুপ্রিম কোর্টের এই মন্তব্য ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। একদিকে আদালতের মর্যাদা রক্ষায় এই মন্তব্য প্রশংসিত হচ্ছে, অন্যদিকে ন্যায়বিচারের মূল চেতনাকে সামনে আনার এই বার্তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও।