স্ত্রীর অতীত জানতে পেরে আলাদা থাকতেন, অবশেষে আত্মহত্যা করলেন স্বামী! আইফোন খুলতেই মিলল লুকোনো সত্য!

হোটেলের ঘরে কেন আত্মহত্যা করলেন বিনয়?

author-image
Tamalika Chakraborty
New Update
dead


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বেঙ্গালুরুর একটি হোটেলের ঘরে  আত্মহত্যা করলেন ৪১ বছর বয়সি এক সিভিল কনট্রাক্টর। মৃত ব্যক্তির নাম বিনয় পি। তিনি চন্দ্র লেআউট II স্টেজ এলাকার বাসিন্দা। ২৪ মে, নগরভাবীর একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

ভোর ৪টার সময় নিজের আইফোনের পাসওয়ার্ড ছোট বোনকে হোয়াটসঅ্যাপে পাঠান বিনয়। সঙ্গে সঙ্গেই বোন ফোন করেন, কিন্তু কোনও সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যদের সাহায্যে লোকেশন ট্র্যাক করেন। হোটেলের ঘর  ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। জানভারতী থানার পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

বিনয় ২০১৭ সালে ‘সন্ধ্যা’ (পরিবর্তিত নাম) নামে এক মহিলার সঙ্গে ম্যাট্রিমোনি ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়ের পর বিয়ে করেন। পাঁচতারা হোটেলে হয় বিয়ের অনুষ্ঠান। ২০১৮ সালে তাঁদের কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু খুব তাড়াতাড়িই সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

বিনয়ের বোনের অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেন। তাঁরা রাজাজিনগরে আলাদা থাকতে শুরু করেন। ২০১৯ সালে বিনয় জানতে পারেন, সন্ধ্যার আগেও একটি বিয়ে হয়েছিল যা তিনি গোপন করেছিলেন। এরপর বিনয় ডিভোর্সের মামলা করেন এবং নিয়মিত আদালতে যাতায়াত করছিলেন।

চূড়ান্ত মানসিক যন্ত্রণা, দাম্পত্য জীবনের ভাঙন, এবং প্রতারণার অভিযোগের জেরেই কি বিনয়ের এই পরিণতি—তা নিয়ে প্রশ্ন উঠেছে সমাজে।