হঠাৎ হার্ট অ্যাটাকের পেছনে লুকিয়ে আছে কোন কারণ? করোনা টিকায় নেই দোষ, বলছে সরকারী রিপোর্ট!

কর্ণাটকের হাসান জেলায় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heart attack


নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের একটি জেলায় একাধিক হৃদরোগ-সম্পর্কিত আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার জবাবে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়েছিল। সম্প্রতি প্রকাশিত সেই রিপোর্টে স্পষ্ট করে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকা গ্রহণ এবং হঠাৎ হৃদ্‌রোগজনিত মৃত্যু—এই দুইয়ের মধ্যে কোনও সরাসরি কারণ-সম্পর্ক নেই।

এই গবেষণার সঙ্গে হাসান জেলায় সাম্প্রতিক মৃত্যু তদন্তের কোনও যোগ নেই। বরং, এটি রাজ্য সরকারের উদ্যোগে সারা দেশের হঠাৎ বাড়তে থাকা হৃদ্‌রোগজনিত মৃত্যুর প্রবণতা খতিয়ে দেখার জন্য আলাদা করে শুরু করা হয়েছিল।

গবেষণা অনুযায়ী, আকস্মিক হৃদরোগে মৃত্যুর জন্য কোনও একক কারণ দায়ী নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরলের ভারসাম্যহীনতা, ধূমপান ইত্যাদি প্রচলিত ঝুঁকি-উপাদানগুলোই উপস্থিত ছিল।

heart1

তবে রিপোর্টে এটাও বলা হয়েছে, একটি উল্লেখযোগ্য সংখ্যক রোগীর ক্ষেত্রে এই পরিচিত ঝুঁকি উপাদানগুলোর কোনওটিই ছিল না—যা বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলছে।

এছাড়া স্পষ্টভাবে জানানো হয়েছে, করোনা টিকা নেওয়া ও আকস্মিক হৃদ্‌রোগে মৃত্যুর মধ্যে কোনও 'কারণমূলক' সম্পর্ক বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত নয়।

এই রিপোর্ট সামনে আসার পর কোভিড টিকাকরণ নিয়ে যে বিভ্রান্তি ও আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও হ্রাস পাবে বলে মনে করছে স্বাস্থ্য মহল।