এই মৃত্যু এড়ানো যেত! ছাত্রছাত্রীরা আগেই করেছিল সতর্ক – শিক্ষকরা করলেন উপেক্ষা, তারপরই ধসে পড়ল ছাদ

স্কুলের ছাদ থেকে পাথর খসে পড়ছিল, পড়ুয়ারা আগেই শিক্ষকদের সতর্ক করেছিলেন। কিন্তু তাঁরা তখন খাবার খেতে ব্যস্ত ছিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan school collapse

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের ঝালাওয়াড় জেলার পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ করেই স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে, ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত সাতজন ছাত্রছাত্রী। আহত হন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রের কথায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, “ছাদ থেকে ছোট ছোট পাথর খসে পড়ছিল। আমরা শিক্ষকদের জানাই। কিন্তু তাঁরা আমাদের কথা শোনেননি। আমাদের ধমক দিয়ে নিজেরা খাবার খেতে ব্যস্ত ছিলেন। যদি তখনই আমাদের বাইরে নিয়ে যাওয়া হতো, এই দুর্ঘটনা ঘটত না।”

এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা। এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে, স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

rajasthan  school collappsed

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।

এই ঘটনায় শিক্ষা ব্যবস্থার গাফিলতি ও পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। শিশুদের প্রাণ নেওয়া এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা গোটা রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি করেছে।