/anm-bengali/media/media_files/2025/08/03/students-2025-08-03-23-33-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: কার্নাটকের বেলাগাভি জেলার হুলিকাট্টি গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানীয় জলের ট্যাঙ্কে বিষ মেশানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় বিদ্বেষে উদ্বুদ্ধ হয়ে চক্রান্তমূলক এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিনজন, যাদের মধ্যে রয়েছেন দক্ষিণপন্থী সংগঠন শ্রী রাম সেনার তালুক সভাপতি সাগর পাটিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা পরিকল্পনা করে স্কুলের মুসলিম প্রধান শিক্ষককে ফাঁসাতে এই ঘৃণ্য কাজটি করে। তাঁদের উদ্দেশ্য ছিল প্রধান শিক্ষকের বদলি চাওয়া এবং এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। স্কুলের জলদানে বিষ মিশিয়ে ছোট ছোট পড়ুয়াদের বিপদের মুখে ফেলে দেয় চক্রান্তকারীরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UaHFFCZgpuIW8kKGo4eX.jpg)
ঘটনার পর স্কুলের একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে, যদিও সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর মেলেনি। পরে চিকিৎসার মাধ্যমে সব পড়ুয়া সুস্থ হয়ে উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র নিন্দার ঝড় বইছে সর্বত্র।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “এটা শুধুমাত্র এক অমানবিক কাজ নয়, এটা ধর্মীয় বিদ্বেষ এবং অসহিষ্ণুতার নিখুঁত প্রতিচ্ছবি। যারা এই ধরনের অপরাধ করে, তাদের কোনও ধর্ম নেই, তাদের মানবতা নেই।”
পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে জনসাধারণের নিরাপত্তাকে বিপন্ন করা, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us