শ্বেতার সুইসাইড নোটে যার নাম আছে, তাদের কি শাস্তি হবে? বিক্ষোভে রাস্তায় পড়ুয়া, কলেজ কর্তৃপক্ষ চাপে

সহপাঠীর মৃত্যুর পর রাস্তায় বিক্ষোভ মিছিল করলেন উদয়পুর ডেন্টাল কলেজের পড়ুয়ারা।

author-image
Tamalika Chakraborty
New Update
student suicide a

নিজস্ব সংবাদদাতা:  রাজস্থানের উদয়পুরে অবস্থিত এক বেসরকারি মেডিকেল কলেজে চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। কলেজ হোস্টেলে নিজের ঘরেই আত্মঘাতী হয়েছেন শ্বেতা সিং নামে একজন ফাইনাল ইয়ার বিডিএস ছাত্রী। তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। শ্বেতার রুমমেট প্রথম তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে হোস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে শ্বেতা কলেজের একাধিক শিক্ষককে মানসিক নির্যাতনের জন্য দায়ী করেছেন।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

সুইসাইড নোটে অভিযোগ তোলা হয়েছে, শিক্ষকরা শুধু শ্বেতার নয়, বহু ছাত্রছাত্রীর উপরই মানসিক চাপে ফেলে দেন। নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া হয় না, ফলে ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়। সেইসঙ্গে কিছু শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে।

এই ঘটনার পর ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে এবং কলেজের বাইরে একটি রাস্তা অবরোধ করে দেন। পড়ুয়াদের দাবি, যেসব শিক্ষকের নাম সুইসাইড নোটে আছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নিতে হবে।

কলেজের ডিরেক্টর পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসেন এবং দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ছাত্রদের একাংশের দাবি, শুধু আশ্বাসে হবে না, দ্রুত লিখিত পদক্ষেপ দেখতে চান তারা।

এই ঘটনার ফলে ফের প্রশ্ন উঠেছে মেডিকেল শিক্ষার পরিবেশ, মানসিক চাপ এবং প্রশাসনের গাফিলতি নিয়ে। একাধিক আত্মহত্যার ঘটনার পরেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে।