শিক্ষকের হেনস্তা, অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা! হোস্টেল থেকে উদ্ধার ছাত্রীর চিঠি ঘিরে তোলপাড়

শিক্ষকদের বিরুদ্ধে অপমান ও হেনস্তার অভিযোগ করে আত্মঘাতী ছাত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র


নিজস্ব সংবাদদাতা: গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে ফের শিক্ষাজীবনের মাঝপথে থেমে গেল এক তরুণীর প্রাণ। সোমবার বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুম থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় বর্ষের এক BDS ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গিয়েছে, মৃতা ছাত্রী তাঁর চিঠিতে স্পষ্টভাবে অভিযোগ করেছেন, পিসিপি ও ডেন্টাল ম্যাটেরিয়ালস বিষয়ে পাঠদানকারী শিক্ষক-শিক্ষিকারা তাঁকে ক্রমাগত মানসিক হেনস্তা ও অপমান করে এসেছেন। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সুইসাইড নোটে ছাত্রীটি লিখেছেন, “আমার মৃত্যুর জন্য দায়ী এই শিক্ষকরাই। তাদের যেন শাস্তি হয়।”

dead

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোস্টেল থেকে শুরু করে মূল ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা। তাঁদের দাবি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। কলেজ কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাত্রছাত্রীরা জবাবদিহি দাবি করছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বিবৃতি মেলেনি।