মৃত শিশুর কাটা মুণ্ডু নিয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে কুকুর! হাসপাতাল জুড়ে তীব্র চাঞ্চল্য

হাসাপালের মধ্যে সদ্যোজাত শিশুর কাটা মুণ্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর।

author-image
Tamalika Chakraborty
New Update
street dog

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের পটিয়ালার একটি সরকারি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক ভয়ঙ্কর দৃশ্য। হাসপাতালে রাস্তার একটি কুকুরকে মৃত শিশুর ধড় থেকে আলাদা করা মুণ্ডুকে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। ঘটনাটি দেখে হাসপাতালে তোলপাড় শুরু হয় এবং কর্তৃপক্ষকে অবিলম্বে জানানো হয়।

পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে জানায় যে, কোনও নবজাতক হাসপাতাল থেকে নিখোঁজ নয়। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর বিশাল চোপড়া জানিয়েছেন, হাসপাতালের সব নবজাতকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

street dogs

তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি যে সমস্ত শিশু মারা গিয়েছিল, সেগুলি সঠিকভাবে রেকর্ড করা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে যথাযথ কাগজপত্রসহ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেছেন, “দেখা যাচ্ছে, সম্ভবত কেউ বাইরে থেকে শিশুর অবশিষ্টাংশ ফেলে দিয়েছে।”

পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রী বালবীর সিং ঘটনায় দ্রুত খেয়াল রেখে তদন্তের নির্দেশ দিয়েছেন।