New Update
/anm-bengali/media/media_files/2025/07/06/uk-fire-fighter-2025-07-06-21-43-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: থিরুভানন্তপুরম বিমানবন্দরে গত মাসে জরুরি অবতরণের পর টানা ২২ দিন ধরে সেখানে আটকে ছিল ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আধুনিক F-35 যুদ্ধবিমান। অবশেষে রবিবার সেটিকে বিমানবন্দর চত্বর থেকে সরানো হয়েছে।
ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের কার্গো বিমান এ৪০০এম অ্যাটলাসে করে একটি বিশেষ প্রযুক্তিবিদ দল আজ থিরুভানন্তপুরম বিমানবন্দরে পৌঁছয়। তাদের মূল কাজ ছিল বিমানটির প্রযুক্তিগত খুঁটিনাটি পরীক্ষা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া। দীর্ঘ পর্যবেক্ষণ ও প্রস্তুতির পর বিমানটিকে তার অস্থায়ী অবস্থান থেকে সরিয়ে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়।
F-35 যুদ্ধবিমান বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং ব্যয়বহুল যুদ্ধবিমান, যা যুক্তরাষ্ট্রের তৈরি এবং বহু পশ্চিমা দেশের সামরিক বাহিনীর অংশ। এই বিমান থিরুভানন্তপুরমে জরুরি অবতরণ করায় কৌতূহলের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে।