/anm-bengali/media/media_files/hKJtSRKzjvgqewPSn7Lk.jpg)
নিজস্ব সংবাদদাতা: জেডিইউ ছাড়ছেন বিহারের বিধায়ক শালিনী মিশ্র। এই গুজবের মধ্যেই শনিবার জেডিইউ বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, "আমি পার্টি নেতৃত্বকে বলেছিলাম যে আমি কিছু বিদেশী অতিথিকে স্বাগত জানাতে দিল্লি যাচ্ছি। এমনকি গতকালের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি আমাকে। কারণ দলের নেতৃত্ব জানত যে আমি গতকাল পাটনায় ছিলাম না। আমি কেন বৈঠকে ছিলাম না তা জানতেও দলের কোনও নেতা আমাকে ফোন করেননি, কারণ সবাই জানত আমি পাটনায় ছিলাম না।"
#WATCH | Patna, Bihar: On being absent from the JDU meeting yesterday amid rumours of leaving the party, Bihar MLA Shalini Mishra says, "I had told the party leadership that I am going to Delhi to receive some foreign guests. I did not even have an invitation to yesterday's… pic.twitter.com/7yQGUGc0CL
— ANI (@ANI) February 11, 2024