নতুন পরীক্ষাতেও দুর্নীতি? অযোগ্যদের নাম উঠতেই উত্তপ্ত হল সুপ্রিম কোর্টের শুনানি

দাগিদের থেকে টাকা কবে ফেরত নেওয়া হবে, এবার রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
Supreme court


নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের শীর্ষ আদালতের কঠোর ভৎর্সনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে—যাঁরা ভুয়োভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে? কেন এখনও তা শুরু হয়নি?

রাজ্যের আইনজীবী জানান, টাকা ফেরতের প্রক্রিয়া শুরুই হয়নি। এই জবাব শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতিরা। আদালতের স্পষ্ট নির্দেশ, অবিলম্বে জানাতে হবে কখন এবং কীভাবে এই টাকা ফেরত নেওয়া হবে।

Supreme court
ফাইল চিত্র

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টও জানিয়ে দিয়েছিল—যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের দ্রুত বেতন সুদ-সহ ফেরত দিতে হবে। সেই নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। অথচ জেলাশাসকদের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার কাজ এখনও শুরু হয়নি। ফলে ফের চাপে পড়ল রাজ্য সরকার।

এদিন শীর্ষ আদালতে নতুন পরীক্ষার প্রসঙ্গও ওঠে। ইতিমধ্যেই নবম-দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে, এবার একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা সামনে। অভিযোগ উঠেছে, এই পরীক্ষায়ও অযোগ্য ও ভুয়ো প্রার্থীরা বসতে পেরেছেন। সুপ্রিম কোর্ট এ বিষয়েও রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছে।