ডিএমকের ইশতেহারে ইন্ডিয়া জোট নিয়ে জল্পনা, কী বলছে বিজেপি

বিজেপি নেতা বলেন, ডিএমকে-র ইস্তেহারে, তারা ঘোষণা করেছে যে তারা যে কোনও মূল্যে মেকেদাতু প্রকল্প বন্ধ করবে। এখন আমরা সিদ্দারামাইয়া সরকারকে জিজ্ঞাসা করছি, 'তারা কী করছে?'

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader ashoke editted .jpg

নিজস্ব সংবাদদাতা:  বিজেপি নেতা আর অশোক ডিএমকের ইশতেহার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,  "বেঙ্গালুরুতে মেকেদাতু প্রকল্প বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ডিএমকে ইশতেহার প্রকাশ করেছে। ডিএমকে-র ইস্তেহারে, তারা ঘোষণা করেছে যে তারা যে কোনও মূল্যে মেকেদাতু প্রকল্প বন্ধ করবে। এখন আমরা সিদ্দারামাইয়া সরকারকে জিজ্ঞাসা করছি, 'তারা কী করছে?' তারা কর্ণাটকের জনগণের প্রতি অবিচার করছে। গত ৫০ বছর ধরে আমি বেঙ্গালুরুতে এমন জলের অভাব দেখিনি।"

HNTD

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg