পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বড় আপডেট! নতুন ডেডলাইন জানাল কমিশন

ভোটার তালিকা সংশোধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়াল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিলল বাড়তি সুযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
sir aaa


নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি এসআইআর-এর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়াল নির্বাচন কমিশন। ফলে মানুষের হাতে আরও সময় থাকল নিজেদের নাম ভোটার তালিকায় ঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করার জন্য। এই বাড়তি সময়ের মধ্যেই বুথ স্তরের আধিকারিক ও এজেন্টদের অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের তালিকা জমা দেওয়ার কাজ শেষ করতে হবে। এই সংশোধনী প্রক্রিয়া চলবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ -সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। কমিশনের আগের নির্দেশ বাতিল করে এই নতুন সময়সূচি জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার গণনার কাজ চলবে ২০২৫ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর। এরপর ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি ও যাচাইয়ের কাজ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আসন্ন গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ভোটার তালিকাকে নির্ভুল ও হালনাগাদ রাখতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে এই বাড়তি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ করেছে প্রশাসন, যাতে ভবিষ্যতে ভোট দিতে কোনও সমস্যা না হয়।

SIR