পাক জঙ্গিদের সন্ধানে তল্লাশি! কাশ্মীরে একসঙ্গে বহু জায়গায় হানা পুলিশের

শুক্রবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
kashmir police s

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (CIK) ইউনিট শুক্রবার উপত্যকার বিভিন্ন জেলায় একযোগে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। শোপিয়ান, কুলগাম, বাডগাম, আবন্তিপোরা, পুলওয়ামা, কুপওয়ারা ও শ্রীনগরের একাধিক স্থানে এই তল্লাশি চলে। ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর রাজ্যজুড়ে সন্ত্রাস দমন অভিযান আরও জোরদার করা হয়েছে।


kashmir police