/anm-bengali/media/media_files/2025/09/12/landslide-sikim-2025-09-12-12-58-23.jpg)
নিজস্ব সংবাদদাতা: সিকিমের আপার রিম্বি এলাকায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু হল অন্তত চারজনের। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। প্রবল বর্ষণের জেরে ভোররাতে ইয়াংথাং গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সবাই ঘুমিয়ে থাকার সময়ই কাদা ও পাথর গড়িয়ে এসে ভেঙে ফেলে তাঁদের ঘর। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আরেক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও শেষ পর্যন্ত প্রাণ হারান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দু’জনকে অনেক কষ্টে উদ্ধার করা হয়। হিউম নদী উপচে পড়ছিল বলে স্বাভাবিক পথে যাওয়া সম্ভব হয়নি। কাঠের অস্থায়ী সেতু তৈরি করে তাঁদের নদী পার করানো হয়। পরে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মধ্যে একজনকে আর বাঁচানো যায়নি। অন্যজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
সিনিয়র পুলিশ অফিসার ছেরিং শেরপা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়া উদ্ধারকাজকে ভীষণ কঠিন করে তুলেছে। নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us