মৃত্যুর মিছিল! বৈষ্ণো দেবী থেকে ফেরার পথে বাস দুমড়ে মুচড়ে গেল, প্রাণ গেল তিনজনের

রাজস্থানের সিকারে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, ২৮ জন আহত। বৈষ্ণো দেবী থেকে খাটু শ্যামজির পথে ভয়াবহ দুর্ঘটনা, ৭ জনের অবস্থা গুরুতর। জানুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা:রাজস্থানের সিকারের ফতেহপুরের কাছে গতরাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিন জনের এবং আহত হয়েছেন ২৮ জন। রাত প্রায় ১১টার সময় জয়পুর-বিকানের জাতীয় সড়কে একটি স্লিপার বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফতেহপুর থানার ওসি মহেন্দ্র কুমার জানিয়েছেন, আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

dead

বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তারা বৈষ্ণো দেবী থেকে ফিরে খাটু শ্যামজির দিকে যাচ্ছিলেন। হঠাৎ ভয়াল সংঘর্ষে বাসের বড় অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মুহূর্তের মধ্যে তৈরি হয় আতঙ্ক ও চিৎকার-চেঁচামেচি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।