নিজস্ব সংবাদদাতা: লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্তা এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, লাদাখের সবচেয়ে সংবেদনশীল এবং ঐতিহাসিক এলাকা— সিয়াচেন হিমবাহ ও গালওয়ান উপত্যকা পর্যটনের জন্য খুলে দেওয়া হবে। রবিবার এই ঘোষণা করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/MeUom2JpAiuUMTq4CD2p.jpg)
ভারতের কাছে সিয়াচেন ও গালওয়ানের বিশেষ গুরুত্ব রয়েছে। সিয়াচেনকে বলা হয় বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, যেখানে বহু বছর ধরে ভারতীয় সেনারা ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়ায় দেশের সীমান্ত রক্ষা করছেন। অন্যদিকে, গালওয়ান উপত্যকা ২০২০ সালে ভারত-চীন সংঘর্ষের কারণে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে আসে। এই জায়গাগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা শুধু সাহসী পদক্ষেপ নয়, বরং ভারতের আস্থার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
লাদাখের গভর্নর বলেন, লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই অনন্য। তিনি লাদাখকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করে বলেন, “সৌন্দর্য ও ভৌগোলিক বৈচিত্র্যে লাদাখ কোনো অংশে সুইজারল্যান্ডের চেয়ে কম নয়।” তাঁর দাবি, খুব শিগগিরই লাদাখ আন্তর্জাতিক পর্যটনের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে জায়গা করে নেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us