দিনদুপুরে রেলগেটের পাশে রক্তাক্ত খুন! টোল আদায় করতে গিয়ে গুলিতে ঝাঁঝরা যুবক, আতঙ্কে কাঁপছে বেগুসরাই!

বিহারে ফের বন্দুকবাজের হামলায় নিহত যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
gun

নিজস্ব সংবাদদাতা: দিনদুপুরে গুলি চলল বিহারের বেগুসরাইয়ে। সোমবার রীতিমতো সিনেমার মতো কায়দায় রেলওয়ে ক্রসিংয়ের কাছে ছোট গাড়ি থেকে টোল আদায় করার সময় গুলি করে হত্যা করা হল এক যুবককে। তাঁর সঙ্গী গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক, আততায়ীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অমিত কুমার এবং আহত ব্যক্তির নাম প্রিন্স কুমার। দু’জনেই প্রতিদিনের মতো রেলক্রসিংয়ের কাছেই টোল আদায় করছিলেন। ঠিক সেই সময় তিনজন বন্দুকধারী এক মোটরসাইকেলে এসে ঝাঁপিয়ে পড়ে। কোনও কথা না বলেই এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অমিত, আর প্রিন্স গুরুতর আহত হন।

এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাই প্রধান বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, একটি পরিবারের সদস্যদের খুনের অভিযোগ উঠেছিল অমিতের বিরুদ্ধে, সেই একই পরিবারের দিকেই এবার অভিযোগের আঙুল উঠছে অমিতকে খুনের ছক কষার জন্য। জানা গেছে, নিহত অমিত কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন—মাত্র সাত-আট দিন আগে।

dead

এই পটভূমিতে পুলিশের ধারণা, এটা পূর্ব পরিকল্পিত খুন। পুরনো হিংসা আর রক্তক্ষয়ী প্রতিশোধের গল্প ফের নতুন করে লিখল বেগুসরাইয়ের রাস্তায়।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।