নিজস্ব সংবাদদাতা: শিবসেনা নেতা এবং মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাইনা এনসি মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রের গোল দেবাল থেকে গণেশ চক পর্যন্ত একটি রোড শো পরিচালনা করেছিলেন এবং মানুষকে মহাযুতির পক্ষে শিবসেনাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
#WATCH | Mumbai, Maharashtra: Shiv Sena leader and candidate from Mumbadevi Assembly Constituency Shaina NC conducted a road show from Gol Deval to Ganesh Chowk in Mumbadevi assembly constituency and requested people to vote for Shiv Sena in favour of Mahayuti.
— ANI (@ANI) November 10, 2024
(Source - Office… pic.twitter.com/mkMKIzYmOa
১৩ নভেম্বর থেকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন শুরু। তার আগে শেষ পর্যায়ের প্রচার হচ্ছে। সব রাজনৈতিক দল জোর কদমে নিজেদের প্রচার চালাচ্ছেন। মহাযুতি জোটের পক্ষে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তাঁরা তীব্র ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন। তাঁরা অভিযোগ করেন, কংগ্রেস ও তাঁর জোট সঙ্গীরা দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে বলেন। তবেই কংগ্রেসের অশুভ শক্তিকে পরাস্ত করতে পারবেন বলেও মোদী উল্লেখ করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us