/anm-bengali/media/media_files/2025/07/20/shivraj-raj-singh-2025-07-20-20-15-04.jpg)
নিজস্ব সংবাদদাতা: গুজরাট সফরে এক অদ্ভুত এবং মজার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের কনভয় নিয়ে রাজকোটের উদ্দেশ্যে রওনা দেন—কিন্তু সেই তাড়াহুড়োতে তিনি ভুলেই গিয়েছিলেন যে, তাঁর স্ত্রী সাধনা সিং তখনও জুনাগড়েই অপেক্ষা করছেন!
ঘটনাটি ঘটে শনিবার, যখন শিবরাজ সিং চৌহান ধর্মীয় ও সরকারি কর্মসূচিতে গুজরাট সফরে ছিলেন। সকালে তিনি গিয়েছিলেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির এবং জুনাগড়ের গির ন্যাশনাল পার্কে। এরপর তাঁর পরিকল্পনা ছিল জুনাগড়ের পিনাট (শুঁটি) রিসার্চ সেন্টারে কৃষকদের সঙ্গে বৈঠক করা এবং 'লক্ষপতি দিদি' প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vE43Hya17wAx6P0iv6D6.jpg)
বিকেলের মধ্যে তাঁকে রাজকোট পৌঁছাতে হত, কারণ সেখান থেকে তাঁর বিমানে ওঠার সময় ছিল সন্ধ্যা ৮টা নাগাদ। সেই তাড়াতাড়ির মধ্যেই ঘটে যায় হাস্যকর ভুল। কনভয়ে থাকা ২২টি গাড়ি নিয়ে তিনি যখন রাজকোটের দিকে রওনা দিয়েছেন, তখনও স্ত্রী সাধনা সিং বসে ছিলেন জুনাগড়ের পিনাট রিসার্চ সেন্টারের ওয়েটিং রুমে।
কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে পুরো কনভয় ঘুরিয়ে আবার জুনাগড়ে ফিরে আসেন এবং স্ত্রীকে নিয়ে তবেই ফের রওনা দেন রাজকোটের উদ্দেশ্যে।
এই ঘটনায় নেটপাড়ায় শুরু হয়েছে হাসির রোল। অনেকেই এই ভুলভাল ভুলকে দিনের রাজনৈতিক ব্যস্ততার মাঝে একটি মজার এবং মানবিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us