২০০ কোটির নগদ উদ্ধারের সঙ্গে দুর্নীতির যোগ নেই! কী বলছে শিবসেনা

শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, একজন সাংসদের ব্যবসায়িক দুর্নীতি একটা দলের ওপর চাপানো ভুল। ওই সাংসদ বিজেপিতে যোগ দিলে সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
priyanka MP.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি ও অফিস অভিযান চালিয়ে ২০০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "বিজেপি সবসময় অভিযোগ করার সুযোগ খোঁজে। ওই সাংসদ দীর্ঘদিন ধরে কংগ্রেসে রয়েছেন। ওই সাংসদের ব্যবসায়িক দুর্নীতি একটি দলের উপর চাপানো ভুল। একবার সাহু (ধীরাজ সাহু) বিজেপিতে যোগ দিলে তিনি মোদী ওয়াশিং মেশিনের মাধ্যমে যাবেন এবং সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাবেন।"