সংসদে পেশ শ্বেতপত্র ! কী বললেন সাংসদ

শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, "এই শ্বেতপত্র আমাদের দেশের গত ১০ বছর অর্থনীতির ওপর আলোকপাত করবে। যার ফলে বিজেপির কলঙ্কিত ইতিহাস উঠে আসবে।"

New Update
priyanka1111.jpg

নিজস্ব সংবাদদাতা:  সংসদে শ্বেতপত্র প্রকাশের প্রসঙ্গে শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন,“এই শ্বেতপত্র আমাদের অর্থনীতি নিয়ে বিগত ১০ বছরের বিজেপির কলঙ্কিত ইতিহাসের উপর আলোকপাত করবে। আজ দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে রেশন দিতে হবে কারণ এনডিএ সরকার তাদের কর্মসংস্থান দিতে পারবেন না।”