/anm-bengali/media/media_files/2025/03/09/K7uRz3aZjTC3jCN1eMHm.webp)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির রেশ এবার ছড়িয়ে পড়ল ভারতের মাটিতেও। রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের লখনউ শহরের রাজপথে নামে হাজার হাজার শিয়া মুসলিম। ইজরায়েলের পতাকা পোড়ানো থেকে শুরু করে আমেরিকার বিরুদ্ধে স্লোগান— উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনেই-র বিরুদ্ধে আমেরিকার হুমকির প্রতিবাদেই এই বিক্ষোভ বলে জানা গেছে।
পুরনো লখনউয়ের দারগাহ হাজরত আব্বাস প্রাঙ্গণ ছিল এই প্রতিবাদের কেন্দ্রবিন্দু। সেখানে মধ্যরাতের পর প্রায় ২ হাজার মানুষ জড়ো হন ‘অল ইন্ডিয়া সেন্টার বোর্ড অব আজাদারি’র বার্ষিক বৈঠকে। সাধারণত এই সভা মহররমের প্রস্তুতি ও তাজিয়া মিছিল ঘিরে আয়োজিত হয়, তবে এবার তা রূপ নেয় রাজনৈতিক ক্ষোভের বিস্ফোরণে।
দারগাহ চত্বর জুড়ে শোনা যায়— “ইজরায়েল মুর্দাবাদ”, “নেতানিয়াহু মুর্দাবাদ”, “খামেনেই জিন্দাবাদ”-এর মতো স্লোগান। বহু মানুষ ইরানের জাতীয় পতাকা হাতে প্রতিবাদে অংশ নেন। “ইজরায়েলি আগ্রাসন” ও “আমেরিকান ভণ্ডামি”-র বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড হাতে তীব্র প্রতিবাদে অংশ নেন আন্দোলনকারীরা।
গাজায় যুদ্ধ, আর ইরানের বিরুদ্ধে বাড়তে থাকা সামরিক হুমকিই তাঁদের এই পথে নামিয়েছে বলে জানিয়েছেন উপস্থিত আন্দোলনকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us