/anm-bengali/media/media_files/2025/07/20/ashis-shelar-2025-07-20-21-41-48.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট আশিস শেলার রবিবার এক আবেগপ্রবণ হয়ে বলেন,—এই বছরের গণেশোৎসব যেন অনন্য উৎসাহ, গর্ব ও ঐতিহ্যের সঙ্গে উদযাপিত হয়। তিনি এই উৎসবকে "রাজ্য উৎসব" হিসেবে ঘোষণা করেন এবং সতর্ক করেন যে, তথাকথিত "শহুরে নকশালদের" একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে টার্গেট করার জন্য।
রায়গড় জেলার পেন শহরের কেন্দ্রে, যেখান থেকে প্রতিবছর লক্ষ লক্ষ গণেশ মূর্তি তৈরি হয়ে গোটা দেশে পাঠানো হয়, সেখানেই মূর্তিকারদের সামনে দাঁড়িয়ে শেলার তাঁর বার্তা দেন। পেন শহরের তাম্বাডশেট এলাকায় ভিড়ে ঠাসা একটি অনুষ্ঠানে শিল্পীদের, স্থানীয় নেতাদের ও বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন—গণেশোৎসব, দহি হান্ডি, নাগপঞ্চমীর মতো হিন্দু ধর্মীয় উৎসবগুলোর ওপর পরিবেশের দোহাই দিয়ে যে আঘাত আসছে, তা কোনও নিছক চিন্তার বিষয় নয়। বরং এর পিছনে রয়েছে এক সুপরিকল্পিত নকশালপন্থী ষড়যন্ত্র, যাকে সহায়তা করছে কংগ্রেস, এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) এবং উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা।
শেলার বলেন, “পরিবেশের নামে আমাদের ধর্মীয় উৎসবকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে। এটা কোনও সাধারণ সামাজিক উদ্যোগ নয়—এটা এক গভীর ষড়যন্ত্র, যেটা আমাদের সংস্কৃতি ও বিশ্বাসকে ধ্বংস করার পরিকল্পনার অংশ। কিন্তু আমরা তা হতে দেব না।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/baK7tXrtBq9e8OmHiSaX.jpg)
তাঁর এই বক্তব্য মূর্তিকারদের মধ্যে গভীর আবেগ জাগিয়ে তোলে। শিল্পীরা জানান, গণেশোৎসব কেবল ধর্ম নয়—এটা তাঁদের জীবিকা, তাঁদের সংস্কৃতি, তাঁদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস। তাই যেকোনও আঘাত বা বাধা তাঁদের অস্তিত্বে আঘাত হানে।
শেলার এদিন স্পষ্ট বার্তা দেন—যারা আমাদের উৎসব বন্ধ করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করা হবে। রাজ্য সরকার আগামী দিনে গণেশোৎসবকে আরও জাঁকজমকপূর্ণ ও সর্বজনীন করে তোলার জন্য পরিকল্পনা করছে, যাতে এই ঐতিহ্য আরও শক্তিশালী হয়।
এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপি শিবির থেকে পাল্টা প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us