/anm-bengali/media/media_files/2025/01/10/VSNoMC2zmPb8HxzuW93i.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর রূপ নিচ্ছে। এর মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিস্ফোরক অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে এসেছেন। তাঁর দল আওয়ামী লীগের তরফে প্রকাশিত একটি অডিও বার্তায়, তিনি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
/anm-bengali/media/media_files/2024/12/19/7apVRPafcKI1gAsQOtNF.jpg)
অভিযোগ করে হাসিনা বলেন, "তিনি (ইউনুস) সন্ত্রাসীদের সহায়তায় ক্ষমতায় এসেছেন। এখন দেশে জঙ্গিদের শাসন চলছে।" অডিও বার্তায় তিনি আরও বলেন, “আমার পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার দাবিতে রাজি হননি। আর সেই কারণেই তাঁকে প্রাণ দিতে হয়েছিল। আমি কখনও ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রি করার কথা ভাবিনি।” তিনি প্রশ্ন তোলেন, "যিনি সারা দেশে প্রিয়, সারা দুনিয়া যাঁকে ভালোবাসে, তিনি যদি আজ ক্ষমতায় এসেই দেশের এমন পরিণতি ঘটান, তবে তা জাতির দুর্ভাগ্য নয় তো কী?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us