নিজস্ব সংবাদদাতা : সমাজবাদী পার্টির (SP) সভাপতি অখিলেশ যাদবের সাম্প্রতিক কিছু মন্তব্যের, আজ তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, " ভোট ব্যাংকের রাজনীতির জন্য সমাজবাদী পার্টি এখন ধীরে ধীরে 'সমাপ্তবাদী পার্টি' হয়ে উঠেছে ।"
/anm-bengali/media/media_files/uugkzHxWA3fbdoS4hfYS.jpg)
এছাড়াও তিনি বলেন, ''সমাজবাদী পার্টি বারবার হিন্দু-সনাতন সংস্কৃতিকে অপমান করেছে। মহাত্মা গান্ধীও তো গরু রক্ষার পক্ষে ছিলেন, তাহলে কি তিনিও ভুল ছিলেন ?"