“সমালোচনা আসবেই, এখন মিশনে ব্যস্ত” — কংগ্রেসের মধ্যেই থারুরের স্পষ্ট বার্তা

কংগ্রেসের সমালোচনা উত্তর দিলেন শশী থারুর।

author-image
Tamalika Chakraborty
New Update
shashi

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরের অংশ হিসেবে কংগ্রেস সাংসদ শশী থারুর এখন ব্রাজিলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরাই তাঁর মিশনের উদ্দেশ্য।

তাঁর নিজের দল কংগ্রেস থেকে যে প্রশ্ন উঠেছে বা সমালোচনা করা হচ্ছে, তা নিয়ে থারুর বলেন, “এটা মিশনের সময়। এখন এসব প্রশ্ন নিয়ে ভাবার সময় নয়।”

Shashi-Tharoor-1
ফাইল চিত্র

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সমালোচনা তো আসবেই, মন্তব্য তো চলতেই থাকবে। কিন্তু এখন এসব নিয়ে ভাবলে চলবে না। যখন ভারতে ফিরব, তখন দলের সহকর্মী, সমালোচক বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার যথেষ্ট সময় থাকবে। এখন আমাদের লক্ষ্য যেসব দেশে যাচ্ছি, সেখানকার মানুষের কাছে ভারতের বার্তা পৌঁছে দেওয়া।”