New Update
/anm-bengali/media/media_files/D4A2Qc3Zu6iBF0gaQnBe.jpg)
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরের অংশ হিসেবে কংগ্রেস সাংসদ শশী থারুর এখন ব্রাজিলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরাই তাঁর মিশনের উদ্দেশ্য।
তাঁর নিজের দল কংগ্রেস থেকে যে প্রশ্ন উঠেছে বা সমালোচনা করা হচ্ছে, তা নিয়ে থারুর বলেন, “এটা মিশনের সময়। এখন এসব প্রশ্ন নিয়ে ভাবার সময় নয়।”
/anm-bengali/media/media_files/2025/02/01/DyYuf7ljUlauJNoXBmLA.jpg)
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সমালোচনা তো আসবেই, মন্তব্য তো চলতেই থাকবে। কিন্তু এখন এসব নিয়ে ভাবলে চলবে না। যখন ভারতে ফিরব, তখন দলের সহকর্মী, সমালোচক বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার যথেষ্ট সময় থাকবে। এখন আমাদের লক্ষ্য যেসব দেশে যাচ্ছি, সেখানকার মানুষের কাছে ভারতের বার্তা পৌঁছে দেওয়া।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us