‘আদবানিকে একটা ঘটনায় বিচার করা অন্যায়’— বিস্ফোরক মন্তব্য কংগ্রেস সাংসদ শশী থারুরের

কংগ্রেস সাংসদ শশী থারুরের বিস্ফোরক মন্তব্য! লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক জীবনকে রামরথ যাত্রায় সীমাবদ্ধ না রাখার আহ্বান। তুলনা টানলেন নেহরু ও ইন্দিরার সঙ্গে। কংগ্রেসে শুরু বিতর্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
shashi tharoor

নিজস্ব সংবাদদাতা: রাজনীতিতে ফের এক নতুন বিতর্কের জন্ম দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে প্রশংসা করেন থারুর। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

থারুরের বক্তব্য, আদবানির দীর্ঘ রাজনৈতিক জীবনকে শুধুমাত্র ১৯৯০ সালের রামরথ যাত্রা দিয়েই বিচার করা অন্যায়। তিনি বলেন, “একটি ঘটনার জন্য কাউকে বিচার করা উচিত নয়। যেমন নেহরুজিকে শুধু চীন যুদ্ধের পরাজয় দিয়ে বিচার করা যায় না, তেমনই ইন্দিরা গান্ধীর কর্মজীবনকেও শুধুমাত্র ইমার্জেন্সি দিয়েই দেখা ঠিক নয়। তাই আদবানিজির দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়নও এক পর্বে আটকে রাখা ঠিক হবে না।”

c

এই মন্তব্যের পরেই সুপ্রিম কোর্টের এক আইনজীবী থারুরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় কটাক্ষের বন্যা। বহু কংগ্রেস সমর্থক পর্যন্ত থারুরের বক্তব্যে অস্বস্তি প্রকাশ করেছেন। তবে থারুর নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, তাঁর উদ্দেশ্য বিতর্ক তৈরি করা নয়, বরং একজন প্রবীণ নেতার দীর্ঘ রাজনৈতিক অবদানকে সম্মান জানানোই তাঁর উদ্দেশ্য।

প্রসঙ্গত, ১৯৯০ সালে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে শুরু হয়েছিল রামরথ যাত্রা, যা পরবর্তীতে রাজনৈতিকভাবে বিরাট প্রভাব ফেলেছিল দেশজুড়ে। এই পর্ব থেকেই আদবানির নাম জড়িয়ে যায় অযোধ্যা আন্দোলনের সঙ্গে।

কিন্তু থারুরের দাবি, একজন নেতার রাজনৈতিক জীবনকে একমাত্র একটি ঘটনা দিয়ে মূল্যায়ন করা ইতিহাসের প্রতি অন্যায় হবে। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন চর্চা তুঙ্গে— বিজেপি ও কংগ্রেস দুই শিবিরেই থারুরের মন্তব্য নিয়ে চলছে পাল্টা-পাল্টি তর্ক।