টিকিটে হাহাকার নয়! বয়কটের ডাকে ভারত-পাকিস্তান ম্যাচের নজিরবিহীন চিত্র ধরা পড়ল

শহিদ পরিবারের খেলা বয়কটের ডাকে, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নজিরবিহীন চিত্র দেখা গেল। বিক্রিই হল না টিকিট।

author-image
Tamalika Chakraborty
New Update
india pakistan match s

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মাঠে নামবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা—ভারত বনাম পাকিস্তান। তবে এবার এই ম্যাচ ঘিরে উন্মাদনার বদলে ছড়িয়ে পড়েছে ক্ষোভ আর বয়কটের ডাক। রবিবারের এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় #BoycottINDvsPAK ট্রেন্ড করেছে।

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ক্ষোভ আরও বেড়েছে। নিহতদের পরিবারও প্রশ্ন তুলেছেন—এমন নৃশংস ঘটনার পরেও কেন পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে? সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তারা।

শুধু সাধারণ মানুষ নয়, দেশের বহু রাজনৈতিক নেতা, অভিনেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব—সবাই সোচ্চার হয়েছেন। দাবি উঠেছে, পাকিস্তানের সঙ্গে মাঠে নামা মানেই শহিদদের আত্মত্যাগকে অসম্মান করা।

INDIA PAKISTAN

এই বয়কট আন্দোলনের প্রভাব পড়েছে টিকিট বিক্রিতেও। সাধারণত ভারত–পাকিস্তান ম্যাচ মানেই টিকিটের হাহাকার। কিন্তু দুবাইতে হতে চলা এই ম্যাচের ঘণ্টা কয়েক আগে পর্যন্তও অনেক টিকিট বিক্রি হয়নি। যা আগে কোনওদিন দেখা যায়নি।

ভারতীয়দের প্রশ্ন—কয়েক মাস আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, পাকিস্তানের মদতেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তবু কেন পাকিস্তানের সঙ্গে খেলতে নামছে টিম ইন্ডিয়া? এর পেছনে সরকার ও বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।