সম্ভলের হিংসার ঘটনায় বড় পদক্ষেপ! গ্রেফতার শাহি জামা মসজিদের সভাপতি

সম্ভলের হিংসার ঘটনায় গ্রেফতার শাহি জামা মসজিদের সভাপতি।

author-image
Tamalika Chakraborty
New Update
sahi masjid chief
নিজস্ব সংবাদদাতা: শাহি জামা মসজিদের সভাপতি জাফর আলিকে রবিবার গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর সম্ভলে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতেই এই গ্রেফতারি। এই বিষয়ে সম্ভলের পুলিশ সুপার কিশন কুমার বিষ্ণোই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করেছেন।
মুঘল আমলে নির্মিত সম্ভলের এই মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়, যখন কিছু কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করে যে, বহু শতাব্দী আগে এই স্থানে একটি হিন্দু মন্দির ছিল। আদালতে মামলাটি গড়ালে, মসজিদে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এই সমীক্ষার বিরোধিতা করতেই ২৪ নভেম্বর সম্ভলে অশান্তি ছড়িয়ে পড়ে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় আদালতের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
এই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং বহু মানুষ আহত হন, যার মধ্যে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন। এই ঘটনার জেরে ইতোমধ্যেই ১২টি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে ছ’টি মামলায় চার্জশিট দাখিল করেছে সিট। চার হাজারেরও বেশি পৃষ্ঠার চার্জশিটে ১৫৯ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্রের উল্লেখ রয়েছে। এই অস্ত্রগুলো ব্রিটেন, আমেরিকা, জার্মানি ও চেক প্রজাতন্ত্রে তৈরি বলে দাবি করা হয়েছে।
Arrest
যদিও এই হিংসার পর থেকে সম্ভলে নতুন করে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসন কড়া নিরাপত্তা বজায় রেখেছে। এবারের হোলি উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বিশেষত, এই বছর হোলির দিন শুক্রবার পড়ায়, একদিকে স্থানীয়রা রঙের উৎসবে অংশ নেন, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে তাঁদের সাপ্তাহিক নামাজ আদায় করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই জামা মসজিদ টারপুলিন দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পুলিশ ও আধাসেনা মোতায়েন রাখা হয়েছিল।