রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি! উদ্ধারকাজে হাত লাগল সেনাবাহিনী থেকে স্থানীয়রা

প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুর জেলাগুলোতে বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

New Update
flood.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। বৃষ্টি কমে গেলেও এখনও বহু এলাকা জলবন্দি হয়ে রয়েছে।  তামিলনাড়ুর নানালকাদু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করছেন। 

 

পাশাপাশি এনজিও এবং স্থানীয়রা মুথাম্মল কলোনিতে আটকে পড়া স্থানীয়দের উদ্ধারের চেষ্টা। কারণ অবিরাম বৃষ্টিপাত তামিলনাড়ুর থুথুকুডিতে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।