নিজস্ব সংবাদদাতা: ইরানের রাজধানী তেহরানে একটি ইজরায়েলি হামলার ঘটনায় আহত হয়েছেন কিছু কাশ্মীরি ছাত্র। রোববার বিষয়টি নিশ্চিত করেন জম্মু-কাশ্মীরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মেহদি। তিনি জানান, তেহরানের হুজত দোস্ত আলি হোস্টেলে ওই হামলা হয়, যেখানে বহু কাশ্মীরি ছাত্র থাকতেন। এতে কয়েকজন ছাত্র সামান্য আহত হন।
এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে চিঠি লিখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রুহুল্লা। তাঁর কথায়, “হোস্টেলে ইজরায়েলি হামলা হয়েছে, কিছু ছাত্র আহত। আমি বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছি যেন তাদের ইরানের অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় বা আকাশপথ খুললে ভারতে ফিরিয়ে আনা হয়।”
দিনের শুরুতেই অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান, যেন ইরানে থাকা ভারতীয় ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। তিনি বলেন, “ইরানে পড়াশোনা করা ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা উচিত,” — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে এই মর্মে অনুরোধ জানান ব্যারিস্টার ওয়াইসি।
/anm-bengali/media/media_files/q0OxwXeWZTDjHeH5T5cX.jpg)
বর্তমানে ওই ছাত্রদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও নিরাপত্তার প্রশ্নে তাদের নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি তরফে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us