/anm-bengali/media/media_files/2025/09/15/indore-2025-09-15-21-05-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের ইন্দোরে রবিবার ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শহরের ব্যস্ত এয়ারপোর্ট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে এক দৌরাত্ম্য ট্রাক হঠাৎ ভিড় ও একাধিক গাড়ির ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
চোখের সামনে ঘটে যাওয়া ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মতে, ট্রাকটি অতি দ্রুতগতিতে এসে একের পর এক ই-রিকশা, বাইক ও গাড়িকে সজোরে ধাক্কা দেয়। একটি মোটরসাইকেল ট্রাকের নিচে আটকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পুরো ট্রাকটিও জ্বলে ওঠে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/biurNBmeSpfCXCjIfFa5.jpg)
খবর পেয়ে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে গীতাঞ্জলি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় মানুষরাও তৎপর হয়ে আহতদের সাহায্যে এগিয়ে আসেন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাকের ব্রেক ফেল করেছিল নাকি চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। সঠিক মৃত ও আহতের সংখ্যা নিশ্চিত করতে কাজ চালাচ্ছে প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us