পাহাড়ে বৃষ্টি মানেই মৃত্যুর ফাঁদ? ভূমিধসে গাড়ি পড়ল খাদে, ৭ জনের মৃতদেহ উদ্ধার

অরুণাচল প্রদেশে ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
arunachal pradesh lanslide

নিজস্ব সংবাদদাতা: অরুণাচল প্রদেশের বানা-সেপ্পা সড়কে শুক্রবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। টানা বর্ষণের জেরে বিশাল ভূমিধসের কবলে পড়ে একটি গাড়ি খাদে গিয়ে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় যাত্রীদের।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে দুইটি পরিবার যাত্রী হিসেবে ছিল। পাহাড়ি রাস্তার খারাপ পরিস্থিতি ও টানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান।

landslide2

ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে। এলাকা জুড়ে শোকের ছায়া। প্রশাসনের পক্ষ থেকে ভূমিধসপ্রবণ অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।