নিজস্ব সংবাদদাতা: মুম্বই শহরে বর্ষা আসতেই নেমে এল দুর্যোগ। সোমবার সকাল থেকেই একটানা ভারী বৃষ্টিপাতে শহরের একাধিক মেট্রো স্টেশনে দেখা গেল চরম বিশৃঙ্খলা ও জলবদ্ধতা। বিশেষ করে মেট্রোরেল লাইন ৩ (অ্যাকোয়া লাইন)-এর বিভিন্ন স্টেশনে বৃষ্টির জল ঢুকে পড়ায় কার্যত অচল হয়ে পড়ে পরিষেবা।
ওরলি স্টেশন-এ দেখা যায়, মেট্রো স্টেশনের সিঁড়ি বেয়ে বৃষ্টির জল গড়িয়ে নামছে নিচে। যাত্রীরা জলের মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হন। কোথাও আবার ছাদ চুইয়ে জল পড়তে দেখা যায়।
পাতালরেল হিসেবে নির্মিত অ্যাকোয়া লাইন ৩-এর একটি স্টেশন সম্পূর্ণভাবে জলের নিচে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে পুরো লাইন। যে লাইনটি মুম্বইবাসীর যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেওয়ার কথা ছিল, তার এই পরিণতিতে সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলে উঠছে একের পর এক প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের একাধিক ভিডিও ও ছবি, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা হাঁটু জলে ভিজে স্টেশনের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন। কেউ কেউ ছাতা মাথায় নিয়ে বৃষ্টির জলে ভেজা রেলস্টেশনের ভেতর থেকে ফোনে ভিডিও করছেন।
Even VIP areas are drowning in Mumbai rains. This is not just water it’s a reflection of poor planning and failed infrastructure. When metros and elite zones flood, imagine the plight of the common man.
— Sunil Garg (@Sungrg7) May 26, 2025
Is this the model of development we were promised#MumbaiMetro… pic.twitter.com/hd7WUKM42j
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us