New Update
/anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৩ দিন অতিক্রান্ত। এখনও পর্যন্ত হামলার সঙ্গে যুক্ত কোনও জঙ্গি ধরা পড়েনি। শুধু তাই নয়, জঙ্গিরা এই মুহূর্তে কোথায় থাকতে পারে, সেই বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনও নিশ্চিত তথ্য নেই। অন্যদিকে, জঙ্গিদের হয়ে ১০ জন স্থানীয় বাসিন্দা ওভার গ্রাউন্ড কর্মী হিসেবে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। জঙ্গিদের হয়ে কাজ করা সেই ওভারগ্রাউন্ড কর্মীদের খুঁজে পায়নি NIA। কাশ্মীরে প্রতি এক কিলোমিটার অন্তর সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মীরের রাস্তায় সেনা কনভয়ের উপস্থিতি চোখে পড়ার মতো। বারামুলা থেকে বদগাম পর্যন্ত চিরুনি তল্লাশি করছে এনআইএ। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
/anm-bengali/media/media_files/YrVE8u1uwlfOx7ISYnCG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us