New Update
/anm-bengali/media/media_files/2025/08/31/bagu-khan-2025-08-31-21-40-11.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার রাতের ঘটনা। নিরাপত্তা বাহিনী গুরেজে অভিযান চালিয়ে সন্ত্রাসবাদী সমর্থক বাগু খানকে হত্যা করেছে। বাগু খানকে "হিউম্যান জিপিএস" নামে পরিচিত করা হত। ১৯৯৫ সাল থেকে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে সক্রিয় ছিলেন এবং সমন্দর চাচা নামে খ্যাত ছিলেন। তিনি সীমান্তপার্থক্য নেভিগেশন ও সন্ত্রাসী কার্যক্রমের একজন পুরনো হ্যান্ডলার ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
এদিন বাগু খানের সঙ্গে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে নওশেরা নাড় এলাকা লাগোয়া স্থানে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ধরা পড়ে মারা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us