/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার সকালেই হঠাৎ চাঞ্চল্য দ্বিতীয় হুগলি সেতুতে। ব্যস্ত সময়ে এক চলন্ত বাসে আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা যানটি। চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, থমকে যায় সেতুর যান চলাচল। সৌভাগ্যবশত, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ ওই বাসটি সেতুর মাঝামাঝি পৌঁছনোর পরই হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায়। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণ বাঁচান। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যেই যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
ঘটনার জেরে সকালবেলার ব্যস্ত সময়ে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাসটির বৈদ্যুতিক সংযোগ বা রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us