New Update
/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ২০১০ সালের একটি চাঞ্চল্যকর খুনের মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি এক ছাত্রকে বেকসুর খালাস করল।
এই ছাত্র ছিলেন হোমিওপ্যাথি মেডিকেল কোর্সের (BHMS) একজন শিক্ষার্থী। অভিযোগ ছিল, তিনি নিজের সহপাঠী ও বন্ধুকে গুলি করে হত্যা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, মামলাটি কেবল পরিস্থিতিগত বা পরোক্ষ প্রমাণের ওপর ভিত্তি করে সাজানো হয়েছিল এবং এতে কোনও স্পষ্ট হত্যার উদ্দেশ্য (মোটিভ) ছিল না।
/anm-bengali/media/media_files/KiimFSSfcZsixxNcVW4I.jpg)
আদালতের মতে, যেসব মামলায় প্রত্যক্ষ প্রমাণ নেই এবং কেবল পরিস্থিতির ওপর নির্ভর করা হয়, সেখানে যদি অভিযুক্তের কোন স্পষ্ট উদ্দেশ্য না থাকে, তবে তাকে দোষী বলা যায় না। ফলে দীর্ঘ ১৪ বছর পর, সেই ছাত্রকে খুনের অভিযোগ থেকে মুক্তি দিল দেশের সর্বোচ্চ আদালত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us