এক রাতেই ব্যাংক খালি! SBI শাখা থেকে কোটি কোটি টাকার লুট

SBI Bank -এর কর্ণাটকের একটি শাখা থেকে কোটি কোটি টাকা লুঠ।

author-image
Tamalika Chakraborty
New Update
SBI bank


নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিজয়পুরা জেলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI)-এর একটি শাখায় মঙ্গলবার সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি ঘটল। মুখোশধারী দুষ্কৃতীরা দেশি পিস্তল ও অন্য অস্ত্র নিয়ে হঠাৎ ব্যাংকে ঢুকে কর্মচারীদের বেঁধে ফেলে। এরপর তারা প্রায় ৫৮ কেজি সোনা ও ৮ কোটি টাকা নগদ লুট করে গাড়িতে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা পরিকল্পিতভাবে পুরো অভিযান চালায়। ব্যাংকের বাইরে আতঙ্কে বহু মানুষ জড়ো হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতরা যে গাড়িতে পালিয়েছিল সেটি পরে মহারাষ্ট্রের পান্ডারপুর এলাকায় ফেলে রেখে গেছে।

sbi

বর্তমানে কর্ণাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে বৃহৎ সার্চ অপারেশন চালাচ্ছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ কর্মকর্তারা পৌঁছে গিয়েছেন এবং চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।