মোদী 'মুরখোঁ কে সর্দার', বিস্ফোরক শিবসেনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি মোদীকে মুর্খদের সর্দার বলে কটাক্ষ করেন। তিনি মনে করছেন, ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
sanjay rout edit.jpg

নিজস্ব প্রতিনিধি:  ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রাহুল গান্ধীর প্রশংসা করতে গিয়ে মহারাষ্ট্রে সঞ্জয় রাউত বলেন, 'রাহুল গান্ধী এখন দেশে সব থেকে জনপ্রিয় নেতা।'  পাশাপাশি তিনি মন্তব্য করেন,  'বিজেপি পাঁচটি রাজ্যে (রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা নির্বাচনে হারতে চলেছে।  নরেন্দ্র মোদী ভালো করেই জানেন, ২০২৪ সালে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন।  সে কারণেই তিনি রাহুল গান্ধীকে ভয় পান।'  প্রধানমন্ত্রী মোদীকে 'মুরখোঁ কে সর্দার' বলে  শিবসেনা  নেতা সঞ্জয় রাউত কটাক্ষ করেন।