সমকামীদেরও বৈবাহিক জীবনের নিয়ম এক, জানাল শীর্ষ আদালত

দীর্ঘক্ষণ চুলচেরা বিশ্লেষণের পর সমলিঙ্গের বিবাহে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট।

New Update
ezgif.com-webp-to-jpg - 2023-10-17T134114.734 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সমলিঙ্গের বিবাহে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে দেশের শীর্ষ আদালত। পুজোর আগে এযেন বিশেষ প্রাপ্তি সমকামীদের ক্ষেত্রে। আজ ছিল এই মামলার রায়। দীর্ঘক্ষণ চুলচেরা বিশ্লেষণের পর সমলিঙ্গের বিবাহে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট।

এই মামলায় এদিন বিচার বিবেচনা করার সময় সিজেআই ডি চন্দ্রচূড় জানান, “কেন্দ্র সরকার সমকামী ব্যক্তিদের অধিকার এবং অধিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করবে। এই কমিটি বিচ্ছিন্ন দম্পতিদের রেশন কার্ডে 'পরিবার' হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করবে। সমকামী দম্পতিদের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য মনোনীত করতে সক্ষম করবে। পেনশন থেকে প্রবাহিত অধিকার, গ্রাচুইটি ইত্যাদিও পাবে তারা। কমিটির রিপোর্ট কেন্দ্রীয় সরকার স্তরে দেখা হবে”। অর্থাৎ এক কথায়, এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে বিপরীত লিঙ্গের দম্পতিদের ক্ষেত্রে এতোদিন সামাজিক ভাবে যা যা নিয়ম কানুন মেনে চলা হয়েছে, তা এবার সমকামী দম্পতিদের ক্ষেত্রেও মেনে চলা হবে। তাঁদেরকে আর বিচ্ছিন্ন ভাবা যাবে না।

hiren